আলিপুরদুয়ার , ২৬ মার্চ : পঞ্চায়েত ভোট কে সামনে রেখে আলিপুরদুয়ারের ঘর গোছাতে শুরু করল আমআদমি পার্টি। শনিবার আলিপুরদুয়ার চৌপথীতে একটি বেসরকারী সংস্থার অফিসে আ আদমি পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হল।
উপস্থিত ছিলেন কোচবিহার ও আলিপুরদুয়ারের আপের নেতা কর্মীরা । আলিপুরদুয়ার প্রতিদিনই আপে যোগদান চলছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয় । আলিপুরদুয়ার জেলা কমিটি খুব শীঘ্রই সংগঠন কে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বলে জানান নেতৃত্ব । সামনে পঞ্চায়েত নির্বাচন । তাই পঞ্চায়েত নির্বাচন কে পাখির চোখ করে এগচ্ছে আপ। যদিও ইতিমধ্যে শহর জুড়ে পোস্টারিং শেষ হয়েছে ।
একটি মিস কলেই সদস্যপদ। এবার আপের সাংগঠনিক বৈঠক হল আলিপুরদুয়ারে। পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে আলিপুরদুয়ারে গুটি সাজাচ্ছে আমআদমি পার্টি।