মালদা , ২৩ ফেব্রুয়ারী : তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসতে মরিয়া তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যে চলছে একের পর এক কর্মসূচি। লঞ্চ হচ্ছে বিভিন্ন স্লোগান। ঠিক যেমন কয়েক মাস আগে লঞ্চ হয়েছিল “বাংলার গর্ব মমতা।” ভোটের সামনে লঞ্চ হল “বাংলা নিজের মেয়েকেই চায়।” সব জায়গায় তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে লঞ্চ হচ্ছে এই স্লোগান।
তেমনি আজ মালদা জেলার হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে, “বাংলা নিজের মেয়েকেই চায় “স্লোগান লঞ্চ হয়। এই কার্যক্রমের সূচনা করেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক দাস। এছাড়া উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক, জামিরুদ্দিন, হাজী ওমর আলী, মনজুর আলম, হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক কৃষক সেলের সভাপতি মকদম আজম এবং হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক পঞ্চায়েত সমিতির সদস্যা রিজিয়া সুলতানা,মোহন মুসুদ্দি, বিনোদ গুপ্তা সহ তৃণমূল কর্মীরা।
হরিশ্চন্দ্রপুর ১ ব্লক সভাপতি মানিক দাস বলেন , ” গত কুড়ি তারিখ আমাদের প্রিয় নেত্রী এই শ্লোগান লঞ্চ করেছেন। তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জীই মুখ্যমন্ত্রী হবেন। আজ রাজ্যের প্রতিটি ব্লকে স্লোগান লঞ্চ হচ্ছে। আমাদের হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকেও অফিশিয়ালি ভাবে লঞ্চ হল । এরপর সমস্ত পঞ্চায়েত এবং বুথে এই শ্লোগান ছড়িয়ে দেওয়া হবে। বাংলায় কোন অবাঙালি বা বহিরাগত মুখ্যমন্ত্রী হবে না। আমাদের সরকার প্রচুর উন্নয়ন করেছে।