শিলিগুড়ি , ১০ মার্চ : বিজেপির কোন রাজনৈতিক কর্মী নেই তাই তারা দলভাঙ্গার খেলায় নেমেছে । অনেক লড়াই করে একজন রাজনৈতিক কর্মী তৈরী হয় বললেন দার্জিলিং জেলা তৃনমূলের সভাপতি রঞ্জন সরকার । শিলিগুড়ির দলীয় কার্যালয়ে শিলিগুড়ি বিধান সভা কেন্দ্রের প্রার্থীকে নিয়ে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন একজন কর্মীকেও আমরা হারাতে চাইনা আমাদের দল একটি পরিবারের মত । আমাদের দলের অভিভাবক যা বলেন তা আমারা মাথা পেতে নেই।
সুতরাং কোন কর্মী বা সদস্যকে হারাতে চাইনা । বহিরাগত প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন কে বহিরাগত তা আমারা জানি । কোভিড সময়ে আমারা মানুষের পাশে ছিলাম এবং মানুষের পাশে সব সময় থাকব । নির্বাচন আসবে যাবে কিন্তুু মানুষ থাকবে ।