শিলিগুড়ি , ২০ নভেম্বর : শিলিগুড়ি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করেন প্রধানমন্ত্রী । এরপর থেকেই ক্রমাগত আন্দোলনকারীদের সমর্থনে শিলিগুড়িতে বাম – ডান দলের মিছিল হচ্ছে । শুক্রবারের পর শনিবার ও আন্দোলনকারী কৃষকদের সমর্থনে শিলিগুড়িতে বাম যুব সংগঠনের মিছিল বার হয় ।
এদিন অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে দার্জিলিং জেলা বাম যুব সংগঠন মিছিল করে শহরের রাস্তায় । কৃষকদের পাশে থাকা আন্দোলনকারীদের সমর্থন জানানো হয় মিছিল থেকে ।