শিলিগুড়ি , ১৫ মার্চ : ঝালদার ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নামলেন দার্জিলিং জেলা কংগ্রেস । দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি তথা মাটিগাড়া নক্সালবাড়ির প্রাক্তন বিধায়ক শংকর মালাকার অভিযোগ করেন ,তৃণমূল কংগ্রেস শুধু শাসন করতে চায় না বিরোধী শূন্য চায় ।
তাই ঝালদার কাউন্সিলর তপন কুন্ডু কে বার বার চাপ দেওয়া হয়েছিল , তিনি যেন তৃণমূলে যোগদান করেন । তপনবাবু দল পরিবর্তন করতে অস্বীকার করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় । এখন তাই সত্যিই হল অভিযোগ শঙ্কর মালাকারের । এর প্রতিবাদে হিলকার্ড রোডের হাসমিচকের কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল করে তারা । বিক্ষোভ মিছিলটি সেভক মোড় হয়ে আবার হাসমিচকে এসে শেষ হয়।