শিলিগুড়ি, ১৯ ডিসেম্বর : মেদিনীপুরে সভার দিকে নজর যখন সারা বাংলার অন্যদিকে শিলিগুড়ির পথে প্রতিবাদ মিছিল করল শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি । সম্প্রতি রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপর তৃনমূল কংগ্রেস যেভাবে আক্রমন করে বাংলার গনতন্ত্রকে হত্যা করছে এবং প্রশাসনের মদতে বিজেপি কর্মী ও সমর্থকের অন্যায় ভাবে গ্রেপ্তার করছে তারই প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ির জয়মনি ভবন থেকে এক মিছিল করে বিজেপির যুব মোর্চা ।
এদিনের এই মিছিলের নেতৃত্ব দেন বিজেপির যুব মোর্চার প্রদেশ কমিটির সহ সভাপতি অভিষেক সিংহানিয়া । উপস্থিত ছিলেন যুব মোর্চার কর্মী ও সমর্থকরা । অভিষেক সিংহানিয়া বলেন ১৩ জন কর্মীকে উত্তরকন্যা অভিযানের দিন গ্রেপ্তার করা হয়েছে তাদের নিশর্তে মুক্তি দিতে হবে ।