কোচবিহার , ১ ফেব্রুয়ারী : পাড়ায় শিক্ষানীতির প্রতিবাদে কোচবিহারে বিক্ষোভ দেখাল এসইউসিআই কর্মী সমর্থকরা । সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানান, রাজ্যে খুলছে বিদ্যালয় (অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী নিয়ে) বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয় গুলি। কিন্তু খুলছে না প্রাইমারি স্কুল । ‘পাড়ায় শিক্ষক নয় চাই শিশুদের শিক্ষার আলো’ এই দাবি নিয়ে আজ তাদের এই বিক্ষোভ ।
এই বিষয়ে এসইউসিআই এর দলীয় কর্মীদের অভিযোগ , গত দুই বছর থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে । নভেম্বর মাসে কিছুদিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলি খুললেও ওমিক্রনের নাম করে আবার বন্ধ করে দেওয়া হয়েছে । পানশালা যেখানে মদ খেয়ে অমানুষ হওয়া যায় সেটা খোলা । কিন্তু স্কুল শিক্ষাপ্রতিষ্ঠান গুলি খোলা হচ্ছে না । আমাদের লাগাতার আন্দোলনের ফলে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা হল বলে তারা দাবি করেন । কিন্তু W.H.O তারা বলছে যে প্রথম শ্রেণী থেকে স্কুল খোলা উচিত জাতে শিশুর প্রাথমিক শিক্ষা টুকু পায়। তা সত্বেও গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে সাংবাদিক সম্মেলন করে অষ্টম থেকে দ্বাদশ পর্যন্ত স্কুল খুলল এবং পাড়ায় শিক্ষক এই প্রকল্প চালু করল । এই নিয়ে তারা সরকারকে হুঁশিয়ারি দিয়েছে । আগামী ৭ তারিখের মধ্যে যদি পাড়ায় শিক্ষালয় প্রকল্প বন্ধ না হয় তাহলে ৭ তারিখের পর আরও বড়সড় আন্দোলনে সামিল হতে বাধ্য হব ।