শিলিগুড়ি , ৬ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরের সমস্ত আসনে বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত সারা ভারত মতুয়া মহা সেনার । মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানান সংগঠনের নেতৃত্ব । শুধু তাই নয় , এদিন প্রার্থীদের সমর্থনে শিলিগুড়িতে মিছিলও বের করেন তারা । মতুয়া সমাজের জনজাতির একাধিক দাবিদাওয়া আগামীতে বিজেপি সার্থক করবে এই আশা রেখেই তৃণমূলের পরিবর্তে বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত মতুয়া সমাজের । এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মিছিলটি হিলকার্ট রোড হয়ে শহর পরিক্রমা করে।