জলপাইগুড়ি , ৮ ফেব্রুয়ারী : তৃণমূলের পক্ষ থেকে প্রার্থীর টিকিট না পেয়ে বিজেপিতে যোগদান করলেন জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারপার্সন যুথিকা রায় বসুনিয়া।
একসময় জলপাইগুড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেছিলেন তিনি । যদিও গত দুটি পুরসভা নির্বাচনে তাকে প্রার্থী পদের টিকিট দেয়নি তৃণমূল। সেই অভিমানে তৃণমূল দলকেই ছাড়ার সিদ্ধান্ত নেন যুথিকা রায় বসুনিয়া । মঙ্গলবার বিজেপির জেলা পার্টি অফিসে এসে আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে যোগদান করেন তিনি । বিজেপির পক্ষ থেকে এদিন তাকে ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
জলপাইগুড়ি জেলার অন্যতম আদি তৃণমূল নেত্রী যুথিকা রায় বাসুনিয়া দল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন। জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই দলে কোনঠাসা হয়ে পড়েছিলেন তিনি।
যুথিকা রায় বসুনিয়া বলেন , তিনি যখন তৃণমূলে যোগ দিয়ে কাজ শুরু করেছিলেন তখন তৃণমূল কোনও সরকারি দল ছিল না । কিন্তু বর্তমানে দলে তার গুরুত্ব কমেছিল । তাই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত ।