শিলিগুড়ি , ২২ জুন : সামনেই পঞ্চায়েত নির্বাচন । এর আগেই মুখ্যমন্ত্রীর ছবি মুখে কালি লাগানো , পাশাপাশি তৃণমূল সহ একাধিক দলের ঝান্ডা , ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠল । ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে শিলিগুড়ি । অবশেষে তৃণমূলের কর্মীরা বাগডোগরা এমএস কলোনী এলাকা ঘুরে দেখলেন । দেখা যায় সেখানে বিজেপি , তৃণমূল , সিপিএমের ঝান্ডা , ফ্লেক্স ও ব্যানারগুলি ছেঁড়া অবস্থায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে । তবে কে বা কারা পোস্টারগুলি ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছে , তা এখনও স্পষ্ট নয় । এমনকি পোস্টারে থাকা মুখ্যমন্ত্রীর ছবিতে কেউ কালি দিয়ে দাগিয়ে রেখে গিয়েছে । পাশাপাশি সিপিএম ও বিজেপির যে পোস্টারগুলি রয়েছে , সেগুলিও কেউ ছিঁড়ে দিয়েছে । ঘটনায় এলাকায় শুরু রাজনৈতিক চাপানউতোর ।
অবশেষে খবর পেয়ে প্রার্থীরা এসে একত্রিত হয়ে সমস্ত ব্যানারগুলি পুনরায় লাগিয়ে দেন। দার্জিলিং জেলার তৃণমূলের মাইনরিটি সেলের সভাপতি মহিবুল ইসলাম জানান , এই এলাকায় কেউ বা কারা রাতের অন্ধকারে সমস্ত দলের পোস্টার ব্যানার ছিঁড়ে দিয়েছে । এর আগে কোনও দিন এরকম ঘটনা ঘটেনি । এলাকায় উত্তেজনা করার জন্য দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলেই প্রাথমিক অনুমান তার ।
ঘটনার পর সমস্ত দলের প্রার্থীরা একত্রিত হয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন সঠিক ব্যবস্থা নেওয়ার । একই সঙ্গে কে বা কারা রাতের অন্ধকারে এই ধরনের কাজ করছে , সেই বিষয়ে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে ।