কোচবিহার , ৩০ অক্টোবর : কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক মিহিরবাবুর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে একান্তে দীর্ঘক্ষণ কথা বলার পর সেই জল্পনা আরও কয়েকগুণ বেড়ে গেল । যদিও বৈঠকের পর সাংসদ ও বিধায়ক দু’জনেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন , এটা নিতান্তই সৌজন্য সাক্ষাৎ। এর পেছনে কোনও রাজনীতি নেই।
পূজার পর বিজয়ার শুভেচ্ছা জানাতে প্রথম তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায়কেও মিহির বাবুর বাড়িতে গিয়ে সাক্ষাৎ করতে দেখা যায়। এরপর মিহির বাবুর মান ভাঙাতে পার্থ প্রতিম রায়ের ওই সাক্ষাৎ বলে জেলার রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। কিন্তু মিহির বাবু স্পষ্ট জানিয়ে দেন বিজয়ার শুভেচ্ছা জানাতে আসা মানেই ছেড়ে আসা শিবিরে ফেরা নয়।
আর সেদিন থেকে নতুন জল্পনা, মিহির গোস্বামীর মান ভাঙ্গানোর চেষ্টায় বিফল তৃণমূল জেলা সভাপতি। এদিন খোদ বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক মিহির বাবুর বাড়ি চলে আসায় তৃণমূল শিবিরে আরও চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে।