রায়গঞ্জ , ৬ জুলাই : পেট্রোলের দাম লিটার প্রতি সেঞ্চুরি পার করেছে , সাইকেল র্যালির মাধ্যমে বিক্ষোভের পাশাপাশি এত দাম দিয়েও পেট্রোল ক্রয়ের সাহস হওয়ায় ক্রেতাদের মিষ্টিমুখ করিয়ে প্রতিবাদ জানালো তৃনমূল কংগ্রেস । রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রামপঞ্চায়েতের অঞ্চল তৃনমূল কংগ্রেস এবং যুব তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করা হল । এরই পাশাপাশি কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখাল রায়গঞ্জ বীরঘই অঞ্চল তৃনমূল কংগ্রেস কর্মীরা ।
তৃনমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি সঞ্জয় মিত্র জানিয়েছেন , অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি ঘটেছে পেট্রো পণ্যের। পেট্রোলের আজকের দাম ১০০ টাকা ১২ পয়সা । ডিজেলের দাম লিটার প্রতি ৯৩ টাকা । এই পেট্রো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারনে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রীর দাম বেড়েছে । ফলে দুঃসহ অবস্থা হয়ে দাঁড়িয়েছে সাধারন মানুষের। কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নেমেছে তৃনমূল কংগ্রেস । তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে প্রতিটি ব্লক ও গ্রামপঞ্চায়েত এলাকায় আন্দোলন শুরু করেছে তৃণমূল কংগ্রেস ও যুব তৃনমূল কংগ্রেস । এদিন রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রামপঞ্চায়েতের তৃনমূল অঞ্চল কমিটি ও যুব তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় কার্যালয় থেকে তৃনমূল কর্মীরা সাইকেল চালিয়ে সংশ্লিষ্ট পেট্রোল পাম্পে আসেন । পেট্রোল পাম্পে পেট্রোল কিনতে আসা মানুষদের মিষ্টিমুখ করানোর পাশাপাশি ৩৪ নম্বর জাতীয় সড়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায় তৃনমূল কংগ্রেস কর্মীরা ।