শিলিগুড়ি , ১০ ফেব্রুয়ারী : বিধানসভা নির্বাচনের আগেই পাহাড়ে বড় ভাঙ্গন বিমল পন্থী মোর্চা শিবিরে। একদা বিমল গুরুংয়ের দীর্ঘদিনের সঙ্গী মোর্চার নেতা তিলক চন্দ্র রোকা সহ বেশ কয়েকজন বিমল কান্তি মোর্চা নেতা যোগ দিলেন বিজেপিতে। এদিন দার্জিলিংয়ের মারওয়ারী ভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দলের যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন দার্জিলিংয়ের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় প্রবক্তা রাজু বিস্তা।
এদিন দলে যোগদানকারীরা জানিয়েছেন পাহাড়ের যে স্থায়ী রাজনৈতিক সমাধান তা যদি করতে পারে একমাত্র কেন্দ্রীয় সরকার করবে । তাই পাহাড়ের রাজনৈতিক সমাধান ও পাহাড়বাসীর সমস্যা সমাধানের লক্ষ্যে তারা বিজেপিতে যোগদান করেছেন ।