কোচবিহার, ২৫ অক্টোবর : কোচবিহার এখন কাশ্মীরকে লজ্জা দেবে।কাশ্মীর শান্ত হলেও কোচবিহার অশান্ত হয়ে পড়ছে।গান্ধী সংকল্প যাত্রা অংশ নিতে এসে এমনই মন্তব্য করল বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়।
কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে আজ একটি সাংবাদিক সম্মেলন করে এই দাবী করেন l তিনি আরও জানান “গান্ধীজিকে অহিংসার জন্য সারা বিশ্ব জানতো l কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিংসার জন্য সারা বিশ্ব জেনে গেছে।কোচবিহার জেলা জুড়ে গান্ধী সংকল্প যাত্রা যে সব জায়গায় হয়েছে সে সব জায়গাতেই লক্ষ্য করা গেছে তৃণমূল বিজেপি সংঘর্ষ।গান্ধী সংকল্প যাত্রা করতে গিয়ে বাধা দেওয়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ এর জেরে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে তোলাবাজির রাজা , সিন্ডিকেটের রাজা বলেও সম্বোধন করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান , উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আগামী বিধানসভা নির্বাচনে কোথা থেকে দাঁড়াবে সেটা ঠিক করে উঠতে পারছেন না। তাই সব জায়গায় ঘুরে কোচবিহারকে অশান্ত করে তুলছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী l