মালদা , ৫ এপ্রিল : তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন । এদিন তৃৃৃনমূলের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ১১ জন প্রার্থী জেলা প্রশাসনিক ভবনেে নির্বাচনী আধিকারিকদের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন । পাশাপাশি একই দিনেে বিজেপির ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন । দুই দলের একজন করে তৃণমূল এবং বিজেপি প্রার্থী মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে ।
এদিন মনোনয়ন জমার আগে শ্লোগান পাল্টা শ্লোগাণে উত্তেজনা ছড়ায় জেলা প্রশাসনিক ভবনের সামনে । যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,মালদা জেলায় রয়েছে ১২ টি বিধানসভা । ইতিমধ্যেই সব রাজনৈতিক দলগুলি শুরু করেছে প্রচার ।
ইংরেজবাজারের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন ,মানুষের আশীর্বাদ নিয়ে আমি মনোনয়ন করেছি । আমার কেউ প্রতিপক্ষ নেই। লোকসভা ভোটেও মানুষ আশীর্বাদ করেছিল এই ভোটেও মানুষ আশীর্বাদ করবে । আমি মালদায় পড়াশোনা করেছি । আমি একশো শতাংশো জয়ী হব।
তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন ,যখন আমি মনোনয়ন জমা দেই গণিখাণ চৌধুরীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে মনোনয়ন জমা করি । আনেকবার ভোটে লড়াই করেছি কোনটাই চাপের নয় যারা নতুন ভোটে দাঁড়াবে তাদের চাপের হবে । আমি সবাইকেই প্রতিপক্ষ ভাবি। গণিখানের হাত ধরে বড় হয়েছি তার মূর্তিতে মালা দিয়ে মনোনয়ন জমা দিয়েছি।
অন্যদিকে এদিন মনোনয়ন জমার আগে জেলা প্রশাসনিক ভবন চত্বরে যাওয়ার সময় বিজেপির শ্লোগান ও তৃণমূলের শ্লোগানে উত্তেজনা ছড়ায়। বেশ কিছুক্ষন উত্তেজনা চলার পর পুলিশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
এবিষয়ে সাবিত্রী মিত্র বলেন , বিজেপি সব জায়গায় গন্ডোগল করছে। গ্রামে গ্রামে হুমকি দিচ্ছে। বিজেপি বাইরে থেকে লোক ঢুকিয়ে সন্ত্রাস করার চেষ্টা করছে। এই সব লোককে গ্রেপ্তার করা উচিত । বিজেপি গুন্ডা এনে মালদায় জেলায় বিস্তার করেছে। এখানে ধাক্কাধাক্কি করার কোন বিষয় নেই। মানুষ দেবে গণতান্ত্রিক রায়।
পাল্টা সাংসদ খগেন মুর্মু বলেন , তৃণমূল কংগ্রেস সর্বত্রই গোলমাল লাগানোর চেষ্টা করছে । তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী শুরুতেই এই ইস্যু তুলে দিয়েছেন । তারা দেখছে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে । মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস তখন তারা মিথ্যা অপবাদ দিয়ে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে। এতে কোনো লাভ হবে না ।