কোচবিহার , ২১ ফেব্রুয়ারী : নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের দাবি ছিল একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভবনের । রবিবার সেই দাবিও পূরণ করল রাজ্য সরকার । কোচবিহার জেলা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বলরামপুর ১নং অঞ্চলে বলরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভবন উদ্বোধন করলেন এলাকার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান সহ স্বাস্থ্য আধিকারিকরা। দীর্ঘদিন থেকে এলাকায় স্বাস্থ্য ভবনের দাবি ছিল। বিশেষ করে প্রসূতি মায়েদের ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা এবং বাচ্চাদের চিকিৎসার জন্য এই স্বাস্থ্যকেন্দ্র করা হচ্ছে বলে জানান জেলা স্বাস্থ্য দপ্তর।
জেলাশাসক জানান , পুরানো ভবনটি প্রায় ভগ্নপ্রায় দশা। প্রায় ৬৫ লক্ষ টাকা ব্যয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় নতুন ভবন তৈরি করা হয়েছে। সোমবার থেকে পুরো ইউনিট নতুন ভবনে কাজ শুরু করার ব্যবস্থা করছে।