শিলিগুড়ি , ২৭ নভেম্বর : অবশেষে পদ্মফুলে নাম লেখালেন ঘাসফুল ছেড়ে আসা কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী । দিল্লির সদর কার্যালয়ে গিয়ে বিজেপিতে আজ যোগ দেন তিনি । যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় । ৩ অক্টোবরই তৃণমূলের যাবতীয় সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মিহির গোস্বামী ।
এদিন দলবদলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বামেদের ৩৪ বছর শাসনকালে উত্তরবঙ্গ যেভাবে বঞ্চনার শিকার হয়েছে তেমনি বর্তমান সরকারের আমলেও ঘটে চলেছে । ঘাসফুল ছেড়ে পদ্মে আসার এই সিদ্ধান্তকে তিনি এক প্রকার ধর্মযুদ্ধ বলেও উল্লেখ করেন । তিনি এও বলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তরবঙ্গে উন্নয়নের জোয়ার আসবে । এদিন কোচবিহার থেকে দিল্লি উড়ে যাওয়ার সময় থেকেই তার পাশে ছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক ।