শিলিগুড়ি , ২১ জুন : শিলিগুড়ির বামফ্রন্ট দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে সিপিএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জীবেশ সরকার ,সমন পাঠক সহ অন্যান্য বামফ্রন্ট নেতৃত্ব । এদিন মহম্মদ সেলিম সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার আবেদন জানান । পাশাপাশি এদিন তিনি জানান প্রচারে গিয়ে সাড়া পাচ্ছেন তারা । জয়ের বিষয়ে তারা যথেষ্ট আশাবাদী । তিনি ও বলেন তৃণমূল সরকার ইচ্ছে করে এতদিন নির্বাচন সংগঠিত হতে দেননি । মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত রেখেছে । যা বামফ্রন্টের আমলে কখনই হয়নি । কারণ বামেরা দুর্নীতি মুক্ত শাসন করে গেছে বাংলায় । ত্রিস্তরীয় নির্বাচনে জেতার জন্য তাদের কর্মীরা খাটছেন । ভাগাভাগির রাজনীতি তারা চান না ।