শিলিগুড়ি , ২ নভেম্বর : মমতা ব্যানার্জী রাজনীতি মানুষ বুঝে গেছে উন্নয়ন তো করেনি শুধুমাত্র ভোট পাওয়ার জন্য রাজনীতি করছে। মমতা ব্যানার্জী নিজে পাহাড়ে আগুন লাগাতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের বিশ্বাস আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। উনি ভোটের জন্য যে কারোর পায়ে পড়তে পারেন।
বিহার থেকে নির্বাচনী প্রচার সেরে কলকাতা ফেরার পথে আজ শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমনই মন্তব্য করলেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন লকেট চ্যাটার্জী আরও বলেন উনি উন্নয়ন তো করবেন না। কিন্তু খুনের রাজনীতি করছে । কিন্তু মানুষ সব বুঝে গেছে ।