- বিশেষ সম্প্রদায়ের ব্যক্তিদের আড়াল না করার আবেদন
- মুখ্যমন্ত্রীকে আবেদন জানালেন সংখ্যালঘু গোষ্ঠীর লোকেরা
- ৫০ জন আবেদনকারীর নাম রয়েছে
কলকাতা , ২০ জুন : যে দোষ করবে তাকে শাস্তি দিতে হবে।ধর্মের হাত ধরে কেউ যেন ছাড় না পায় এমনই দাবি জানাল কলকাতার একটা বিরাট অংশের সংখ্যালঘু গোষ্ঠীর লোকেরা ।
কলকাতায় ঘটে যাওয়া পরপর এনআরএস এর ঘটনা এবং প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্তকে উত্যক্ত করার সঙ্গে যুক্ত উভয়েই সংখ্যালঘু গোষ্ঠীর ।এইসব ঘটনার পরই অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং তদন্তে নামে পুলিশ।কিন্তু অনেকেই দাবি করেন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে বারবার আড়াল করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জী ।
তাদের দেওয়া চিঠিতে লেখা হয় “এই সকল ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর হওয়ায় তারা খুব লজ্জিত ও ব্যথিত।অপরাধীদের অপরাধ প্রমান হলে তাদের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাস্তি দেওয়া হোক ।সংবিধানের অপরাধের কোন ধর্ম হয় না।” এই চিঠিটিতে ৫০ জন নাগরিকের নাম রয়েছে।