মালদা , ৪ জানুয়ারী : বিজেপি কর্মীকে লক্ষ্য করে চলল গুলি । গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া ২ নং ব্লকের কুমারগঞ্জের বরেল এলাকায় । আক্রান্ত ব্যক্তির নাম সাবেক আলী ৩৫।
শনিবার রাতে সামসিতে বৈঠক সেরে গাড়িতে কুমারগঞ্জে বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি । সেই সময় পুখুরিয়া এলাকায় তার পথ আটকায় দুষ্কৃতীরা । অভিযোগ , সাবেককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করা হয় । তার বাঁ হাতে লাগে গুলি । তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যালে । বর্তমানে সেখানেই ভরতি তিনি । এ ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে কোনো বক্তব্য মেলেনি। তদন্ত শুরু করেছে পুলিশ।