দার্জিলিং , ২২ মার্চ : বীরভূমের রামপুরহাটের আগুন লাগিয়ে হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর । শুধু তাই নয়। ওই ঘটনায় নিরপেক্ষ তদন্তের আশা করছেন তিনি । সোমবার রাতে তৃণমূল উপপ্রধান ভাদু শেখের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রাম । মঙ্গলবার সকালে মৃত উপপ্রধানের অনুগামীরা তাণ্ডব চালায় গ্রামে ৷ জ্বালিয়ে দেওয়া হয় একাধিক ঘর বাড়ি ৷
আর সেই অগ্নিসংযোগের ঘটনায় অন্ততপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ একের পর এক দেহ উদ্ধারের ঘটনায় সন্ত্রস্ত বগটুই গ্রাম ৷ ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে ৷ গ্রামে চলছে পুলিশি টহল ৷ ঘটনার তদন্তভার হাতে নেওয়া সিআইডি এর প্রতিনিধি দল যাচ্ছে সেখানে ৷ যাচ্ছেন ফরেন্সিক দলের প্রতিনিধিরাও ৷ ওই ঘটনায় তীব্র নিন্দা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর।
এদিন দার্জিলিংয়ের রাজভবন থেকেই ওই ঘটনা প্রসঙ্গে তীব্র উদবেগ প্রকাশ করেন তিনি। এদিন রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, “রামপুরহাটে ভয়াবহতা ও নির্মমতা দেখে আমি খুবই ব্যাথিত ও মর্মাহত।