শিলিগুড়ি , ২৩ ফেব্রুয়ারী : মানুষ তাদের ক্ষোভ উগরে দিয়েছে , মানুষের মনের মধ্যে কি চলছে তা বলা যায় না বললেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ।
শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে এক সাংবাদিক বৈঠক করে তিনি , এনজেপি সংলগ্ন স্থলবন্দরে ভাঙচুরের ঘটনায় মূল অভিযুক্ত প্রসেনজিৎ রায়কে গ্রেফতার প্রসঙ্গে বলেন কে টাকা তুলছে কে কি করছে দলের কাছে তা খবর আছে । আইনের চোখে যে দোষী সে শাস্তি পাবেই । দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানোর প্রসঙ্গে বলেন পাহাড়ের মানুষের ক্ষোভ রয়েছে তারা সেই ক্ষোভ উগরে দিয়েছে ।