কালচিনি , ১৩ ডিসেম্বর : কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগানে সোমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গেট মিটিং করা হল । চা বাগানের শ্রমিকদের নুন্যতম মজুরি প্রদান সহ চা শ্রমিকদের বিভিন্ন দাবিতে সোমবার ভাটপাড়া চা বাগানে গেট মিটিং আয়োজিত হয় ।
এদিনের গেট মিটিং এ বক্তব্য রাখেন তৃণমূলের কালচিনি ব্লক সভাপতি পাসাং লামা সহ তৃণমূলের চা বাগান সংগঠনের নেতৃত্ব ।