জলপাইগুড়ি , ২২ জুন : রাজ্যের কোথাও মহিলাদের কোনও সুরক্ষা ও নিরাপত্তা নেই । বিরোধী রাজনৈতিক দলের কর্মীদেরও কোনও সুরক্ষা নেই । বুধবার বিকেলে জলপাইগুড়িতে এসে এমনটাই বললেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ ।
বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে তিন দিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন দিলীপ ঘোষ । এদিন জলপাইগুড়ি ও ধূপগুড়িতে ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডের প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন , রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু মুখে বড় বড় কথা বলেন । উত্তরপ্রদেশে কোনও একটি ঘটনা ঘটলে তিনি রাস্তায় নেমে পড়েন । অথচ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় একের পর এক অমানবিক ঘটনা ঘটছে । সারা রাজ্যের মহিলাদের কোনও নিরাপত্তা নেই । এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও মহিলাদের তিনি সুরক্ষা দিতে পারছেন না । তিনি শুধু ভোটের রাজনীতি করছেন । বিষয়টি এই রাজ্যবাসীর কাছে অত্যন্ত লজ্জার।