আলিপুরদুয়ার , ২ অক্টোবর : উত্তরপ্রদেশের দলিত তরুণীর গণধর্ষন ও মেরে ফেলার ঘটনায় শুক্রবার আলিপুরদুয়ার কলেজহল্টে প্রতিবাদে নামল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ।এদিন সংগঠনের পক্ষ থেকে একঘন্টা বক্সা ফিডার রোড অবরোধ করা হয় । এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশ পুতুল পুড়িয়ে তার পদত্যাগ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে যুব কংগ্রেস।
আলিপুরদুয়ার যুব কংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথ বলেন , একজন তরুনীকে ধর্ষন করে মেরে ফেলা হয়েছে । আমাদের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, ও সাধারন সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী , রাজ্য সভাপতি অধীর চৌধুরী নির্যাতিতার বাড়ি যেতে নিলে পুলিশ বাঁধা দেয়। রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে । যুব কংগ্রেস এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধে নামে । পোড়ানো হয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশ পুতুল ও।