জলপাইগুড়ি , ১৫ অক্টোবর : বিভিন্ন দুর্নীতি নিয়ে জলপাইগুড়ির পঞ্চায়েত দপ্তরের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।
বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তিনি । সঙ্গে ছিলেন বিজেপি-র জেলা সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা । আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হলেও ওই টাকা নিয়ে দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ করেন সায়ন্তন বসু।
তিনি বলেন , প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষেরা সহায়তা পাননি । অথচ কেন্দ্রের দেওয়া সেই অর্থ কিছু তৃণমূল নেতা কর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে সরব হন সায়ন্তন বসু।