ইটাহার , ২ নভেম্বর : পেট্রোপন্যের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন ইটাহারে । মঙ্গলবার ইটাহারের বিধায়ক মোশারফ হুসেনের পরামর্শে ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইটাহার ব্লক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় উত্তর দিনাজপুর জেলার সদর ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় ।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন , উত্তর দিনাজপুর জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গৌরাঙ্গ চৌহান , ইটাহার ব্লক প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাহেরুল হক , ইটাহার চক্র সভাপতি আজাহারুল ইসলাম সহ অন্যান্যরা ।
দিনের পর দিন পেট্রোল , ডিজেল , রান্নার গ্যাস সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে । ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ । তাই কেন্দ্র সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি বলে জানা যায় সংগঠনের তরফে ।