শিলিগুড়ি , ৩১ মার্চ : দার্জিলিং জেলা তৃণমূলের কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার বিরোধীদের প্রার্থীপদ বাতিলের দাবীতে অভিযোগ করলেন । তিনি বুধবার নির্বাচন আধিকারিককে শিলিগুড়ির বিজেপি প্রার্থী শংকর ঘোষ , মাটিগাড়া-নক্সালবাড়ির বিজেপি প্রার্থী আনন্দময় বর্মণ ও জোট প্রার্থী শংকর মালাকার সহ নির্দল প্রার্থী নান্টু পালের বিরুদ্ধে অবৈধ কাগজপত্র জমা দেওয়ার অভিযোগ করেন ।
এবিষয়ে রঞ্জন সরকার বলেন , আমরা আইন মেনে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করলাম । তারা নিশ্চয়ই আমাদের দাবী মেনে নেবে । যে চারজনের বিরুদ্ধে আমাদের অভিযোগ তারা সকলেই অবৈধ কাগজপত্র জমা করেছেন । আমরা সেটাই বলে দিলাম নির্বাচন আধিকারিককে ।
শংকর ঘোষের বক্তব্য এই অভিযোগ শুনে আমার হাসি পেল । আসলে গোটা রাজ্যে তৃণমূল হারছে । আর সেই কারণেই তারা হারের আতঙ্কে এসব করে বেড়াচ্ছে । আমি গুরুত্ব দিচ্ছিনা । মাটিগাড়া-নক্সালবাড়ির আনন্দময় বর্মণ বলেন , আমি সরাসরি সরকারী স্কুলে চাকরী করিনা । তাই এই অভিযোগ ভিত্তিহীন । যে দল নিজের প্রার্থী খুঁজে পাচ্ছেনা।একজন প্রচার করার পর তাকে বদল করে নতুন প্রার্থী করা হয় তারা হারের ভয়ে এসব করছে ।
একইরকম বক্তব্য শংকর মালাকারেরও তিনি বললেন আমার কাস্ট সার্টিফিকেট নিয়ে যে অভিযোগ তা প্রতিবার তৃণমূল করে থাকে । কিন্তু আমার কাছে হাইকোর্টের নির্দেশ আছে । ওরা এসব জানেনা । আসলে গোটা রাজ্য ওদের দলের বিরুদ্ধে চলে গিয়েছে জনতা । আর আমাদের জোট হল তার বিকল্প তাই ওরা হার নিশ্চিত জেনে এই কান্ড করে বেড়াচ্ছে।