ইসলামপুর , ২২ ফেব্রুয়ারী : দাড়িভিট কাণ্ডে রাজেশ ও তাপসের খুনের ঘটনায় সিবিআই তদন্তের জন্য সব সময় কেন্দ্রীয় সরকার পাশে আছে। কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকারকে অনুমতি দিতে হয়। অথচ তারা সিবিআই তদন্তের বিপক্ষে। তাই সোনার বাংলার স্বপ্ন পূরণের পর বাংলায় এসেই সিবিআই তদন্তের কাজে হাত দেওয়া হবে। সোমবার বিজেপির পরিবর্তন যাত্রায় শামিল হয়ে ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় একটি পথসভায় দাড়িভিট কাণ্ডে নিহত দুই ছাত্রের সঠিক বিচার পাওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এমনই বলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।
পরিবর্তন যাত্রা প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য, পশ্চিমবঙ্গে পাঁচটা রথ চলছে একসঙ্গে। অন্যায়, কাটমানি, বালি ও কয়লা মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠার পাশাপাশি সোনারবাংলা তৈরীর পক্ষে অজস্র মানুষ যে পাশে রয়েছেন তা এই পরিবর্তন যাত্রা প্রমাণ করছে। কারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পথের ধারে দাঁড়িয়ে সমর্থন করছে তাদের এবং তাতেই প্রমাণ হচ্ছে যে পরিবর্তন আসন্ন। এই সরকারকে ছুড়ে ফেলে দেওয়ার জন্য তারা পরিবর্তন আনতে চান।
অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর থেকে সোমবার শুরু হল জেলায় পরিবর্তন যাত্রা । জেলায় প্রবেশ করা মাত্রই জেলার বিজেপি নেতৃত্ব স্বাগত জানিয়ে চোপড়া ব্লক হয়ে সেই রথকে ইসলামপুর নিয়ে আসেন। এদিন বাঁধভাঙ্গা মানুষের উৎসাহ সামাল দিতে রীতিমতো নাজেহাল হতে হয় পুলিশকে । তবে বিভিন্ন মোড়ে মোড়ে এই পরিবর্তন যাত্রার জন্য জাতীয় সড়কে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে।
বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন ,এদিন এই জেলায় চোপড়া, ইসলামপুরের পাশাপাশি ডালখোলা সহ মোট চারটি সভা রয়েছে। তিনি বলেন ,কোচবিহারের বীর চিলা রায় এর স্মৃতির উদ্দেশ্যে তার মূর্তি উন্মোচন করা হচ্ছে এখানে।