কোচবিহার , ২ অক্টোবর : মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের পর বহু আলোচিত কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিদের নাম ঘোষিত হল শুক্রবার । বহুদিন ধরেই কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ঘোষণা নিয়ে বিতর্ক চলছিল। তবে আজ সেই বিতর্কের অবসান ঘটিয়ে রাজ্য নেতৃত্বের সাথে কথা বলে নতুন ব্লক এবং শহর সভাপতিদের নাম ঘোষণা করলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম রায়।
দলের কোচবিহার জেলা দপ্তরে তিনি বলেন নতুন সভাপতি নির্বাচিত নাম নিয়ে দলের মধ্যে কোন বিতর্ক নেই, রাজ্য নেতৃত্বের কথা মেনেই এই নাম ঘোষণা করা হয়েছে।
২১-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কোচবিহারে জেলা ও ব্লক স্তরে এবার ব্যাপক রদবদল করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার ব্লক সভাপতি সহ পূর্ণাঙ্গ জেলা কমিটির তালিকা প্রকাশ করা হয়। সাংগঠনিক স্তরে আমূল সংস্কারের পর জেলাস্তরেও এবার বড়সড় রদবদল ঘোষণা করেছে রাজ্যের শাসকদল।
এই কমিটিতে স্থান পেয়েছেন বহু নতুন মুখ। এদিন কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে ব্লক সভাপতি সহ পূর্ণাঙ্গ জেলা কমিটির তালিকা প্রকাশ করেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায়।
তৃনমূল কংগ্রেসের জেলা কমিটি এক নজরে……
বিনয় কৃষ্ণ বর্মণ( চেয়ারম্যান)
পার্থ প্রতিম রায় (সভাপতি)
অর্ঘ্য রায় প্রধান ও উদয়ন গুহ (কো- অর্ডিনেটর)
শিবপদ পাল ও নরেন্দ্র দত্ত(মুখপাত্র)
সহ সভাপতি-
পরেশ চন্দ্র পাল, অতুল সরকার, রথীন্দ্র নাথ মণ্ডল, উৎপল কান্তি দেব, সুবল চন্দ্র রায়, গোপাল চন্দ্র রায়, আবেদ আলি মিয়াঁ, উমাকান্ত বর্মণ, গজেন্দ্রনাথ রায়, প্রনব কুমার দে, নুরুল খালেক আহমেদ, হরিনাথ বর্মণ।
সাধারণ সম্পাদক-
আব্দুল জলিল আহমেদ, রাহুল রায়, আবু তালেম আজাদ, কৃষ্ণ কান্ত বর্মণ, সৌরভ সরকার, উপেন্দ্র নাথ সরকার, পুষ্পিতা রায় ডাকুয়া, অনন্ত বর্মণ, চামিয়ুল ইসলাম, ফারুক মণ্ডল, জগদীশ বর্মা, খোকন মিয়াঁ, সম্রাট কুণ্ডু, গৌতম সিং।