শিলিগুড়ি , ৫ ডিসেম্বর : দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্মেলন শুরু হল । শবিবার শিলিগুড়ি মহকুমা এলকায় সম্মেলনের পর রবিবার শহরের বাঘাযতীন ময়দানে হচ্ছে সম্বেলন এই মুহুর্তে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি । ময়দান চত্বরের তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল । দলীয় সূত্রে খবর প্রায় ৭ হাজার সমর্থকদের জন্য থাকছে চেয়ারের ব্যবস্থা ।
এদিন সম্মেলনে জেলা নেতৃত্বের উপস্থিতিতে করা হবে নতুন যুব সংগঠনের কমিটির ঘোষণা । পাশাপাশি দল সূত্রে আরও খবর এদিন যুব সম্মেলনের অনুষ্ঠানে নতুন সদস্যদের যোগ দান হতে পারে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনে । এছারাও মঞ্চে উপস্থিত থাকবেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ , চ্যায়ারম্যান অলোক চক্রবর্তী , তৃণমূল নেতা গৌতম দেব , রঞ্জন সরকারের সহ একাধিক নেতৃত্বরা।