- প্রচার করলেন কংগ্রেস প্রার্থী হাজি মোজাফফর হুসেন
- কংগ্রেসের নেত্রী দীপা দাসমূন্সীকে সাথে নিয়ে প্রচার করলেন
খবর সময় ,ইসলামপুর : কয়েক দিনপর ইসলামপুর উপ-নির্বাচন।তাই প্রচারে বেরিয়ে পরলেন কংগ্রেস প্রার্থী হাজি মোজাফফর হুসেন।তিনি আজ কংগ্রেসের নেত্রী দীপা দাসমূন্সীকে সাথে নিয়ে ইসলামপুরের গুঞ্জুরিয়া, গাইসাল ১-২ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে হুডখোলা জিপে করে প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী। সাথে ছিল বহু কংগ্রেস কর্মী সমর্থকেরা।
প্রচারের মাঝে কংগ্রেস প্রার্থী হাজি মোজাফফর হুসেন বলেন, ইসলামপুরে যারা আগে বিধায়ক হিসেবে ছিলেন তারা বিভিন্ন দূর্নীতি করে চলেছে।এই এলাকায় বহু কাজ বাকি আছে আগে যারা ছিলেন তারা কিছুই করেননি।আমি মানুষের কাছে ভোট চাইছি তারা আমাকে জিতালে আমি এলাকার কাজগুলি করবো বলে জানান তিনি।
অপরদিকে বিজেপি প্রার্থী সৌম্যরূপ মন্ডল তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে গাইসাল ১-২ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের মানুষদের সাথে কথা বলে ভোট প্রচার করেন।তিনি পায়ে হেঁটে দুটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গ্রামে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে প্রচার সারলেন বিজেপি প্রার্থী।