খবর সময় বাংলা : ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন কলকাতা পুলিশের প্রাপ্তন কমিশনার রাজীবকুমার |
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিককেরা তাঁকে জেরা করেন | রাজীবকুমারের সঙ্গে সিআইডির দুই উচ্চপদস্থ আধিকারিক ও উপস্থিত ছিলেন | কিন্তু তাদের বাইরে বসার অনুমতি দেওয়া হয়েছিল |
কলকাতা হাইকোর্টের নির্দেশ এই এই দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মুখোমুখি হন রাজীবকুমার বলে জানা গিয়েছে |