শিলিগুড়ি , ২৫ মার্চ : শিলিগুড়ি শহর সংলগ্ন জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা চ্যার্টাজী বৃহস্পতিবার সকালে নির্বাচনী প্রচার সারলেন তার বিধানসভা এলাকা ঘুরে । এলাকার সদ্য প্রাক্তন বিধায়ক পর্যটন মন্ত্রী গৌতম দেব এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী । শিখা চ্যাটার্জী তৃণমূল কংগ্রেসের ওপর ক্ষোভ ব্যক্ত করে দল ছেড়ে বিজেপিতে যোগদান করে টিকিট পেয়েছেন ।
মূলত এই আসনে এবার লড়াই তৃণমূল এবং বিজিপির মধ্যে । সকাল থেকে রাত ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার মাটি কামড়ে ধরে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রত্যেকেই । রাজ্য সরকারের নানান অপশাসন সম্পর্কে মানুষকে অবগত করছে সিপিএম কংগ্রেস এবং বিজেপি। অপরদিকে তৃণমূল কংগ্রেস নানান উন্নয়নের কর্মকান্ড তুলে ধরছেন মানুষের কাছে। এখন এটাই দেখার জনতা কাকে রায় দেয়।