শিলিগুড়ি , ৩০ নভেম্বর : রাজ্য জুড়ে তৃনমূলের লাগামহীন সন্ত্রাস ও সম্প্রতি সদ্য সমাপ্ত উপ নির্বাচনে ভোট দখলদারির বিরুদ্ধে রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচী পালন করছে বিজেপির কর্মী ও সমর্থকরা।ব্যাতিক্রম হয়নি শিলিগুড়ির ক্ষেত্রেও।শনিবার সকালে শিলিগুড়ি জেলার মন্ডল সভাপতিদের নেতৃত্ব পালিত হয় থানা ঘেরাও কর্মসূচী পাশাপাশি তৃনমূলী সন্ত্রাসের বিরুদ্ধে থানার আইসিকে স্মারকলিপি দেয়।দিন দিন রাজ্যের সর্বত্র তৃনমূলের সন্ত্রাস বেড়েই চলেছে।এমনকি পুলিশের সামনেই তৃনমূলীরা যে ভাবে বিজেপির কর্মী ও সমর্থকদের আক্রমন করছে তা দেখেও প্রসাশন নির্বাক দর্শকের ভূমিকা গ্রহন করছে।তারই প্রতিবাদে তাদের এই কর্মসূচি।