শিলিগুড়ি ,২৭ জুলাইঃ নিউ যুবক সংঘের পক্ষ থেকে শনিবার ভক্তিনগর থানায় স্বারকলিপি দিয়ে সংগঠনের সম্পাদক তুফান সাহাকে ঘোঘোমালিতে প্রাণের হুমকি দিয়ে পোস্টারিং করার ঘটনায় তদন্তের দাবি করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে পুলিশ কে জানানো হয়েছে যে এই ঘটনার পর থেকে সংস্থার সম্পাদক তুফান সাহা নিরাপত্তার অভাব অনুভব করছে।
সংস্থার পক্ষ থেকে পুলিশকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের সাজা দেয়ার দাবি তোলা হয়েছে।উল্লেখ্য গত ২৪ জুলাই ঘোঘোমালিতে বিজেপি নেতা ও শ্রমিক সংগঠের সদস্য তুফান সাহাকে প্রাণের হুমকি দিয়ে এক পোস্টার এলাকায় দেখা যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে পৌঁছে পোস্টার তুলে নিয়ে আসে।