শিলিগুড়ি , ২৩ জুন : ‘জমির দালালদের অর্থ দিয়েই মহকুমা পরিষদ নির্বাচন লড়াই করছে তৃনমূল’ মন্ত্যব্য প্রবীণ বামনেতা অশোক ভট্টাচার্যের । বৃহস্পতিবার দার্জিলিং জেলা সিপিআইএম জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করলেন বামনেতা নেতা অশোক ভট্টাচার্য ।
তিনি বলেন , নীরব সন্ত্রাসের মধ্য দিয়ে ভোট প্রচার চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেস । বিজেপিও সেই একই পথে হাঁটছে বলে মন্ত্যব্য করেন তিনি । জেতার ব্যাপারে আশাবাদী হলেও প্রচারে যে বামফ্রন্ট পিছিয়ে আছে তার সুর শোনা গেল অভিজ্ঞ নেতা অশোক ভট্টাচার্যের মুখে । তিনি এও বলেন বামেরা উন্নয়নকে হাতিয়ার করে নির্বাচন জেতার চেষ্টা চালালে ও তৃনমূল ও বিজেপি কিন্তু নীরব সন্ত্রাসের মধ্য দিয়ে দালাল ও প্রসাশনকে কাজে লাগিয়ে এই নির্বাচন জিততে চাইছে । তবে মহকুমা পরিষদ নির্বাচন নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী ।