শিলিগুড়ি , ২০ জানুয়ারী : ক্যাফের আড়ালে অপহরনের ছক , গ্রেপ্তার তিন দুষ্কৃতী ।
ছক কষে ছিল ক্যাফেতেই , তারপরেই অপহরন এক যুবক । অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার তিন অপহরনকারী । জিজ্ঞাসাবাদের জন্য আটক এক মহিলা।
পুলিশ সূত্রে জানা গেছে গত ১৩ জানুয়ারী ভক্তিনগর থেকে নিখোঁজ হয় ঋতঙ্কর সিংহ নামে এক যুবক । ১৪ জানুয়ারী ৪০ লক্ষ টাকা মুক্তিপন চেয়ে অপহরনকারীদের ফোন আসার পরই ১৫ জানুয়ারী অপহরন সংক্রান্ত মামলা পরিবারের পক্ষ থেকে এনজেপি থানায় দায়ের করা হয় । ঘটনার পর নড়েচড় বসে এনজেপি থানার পুলিশ ।
শুরু হয় তদন্ত । তদন্তের ভিত্তিতে ফুলেশ্বরী থেকে গ্রেপ্তার করা হয় তপন দাস , রতন পাল (বাবু) কে । তাদের জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। পরবর্তীতে তাদের জিজ্ঞাসবাদ করে দেশবন্ধুপাড়ার একটি ফ্ল্যাট থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় অপহৃত ঋতঙ্কর সিংহকে । পরবর্তীতে গ্রেপ্তার করা হয় রাজ সিং নামে অপর এক ব্যক্তিকে ।
তারপরেই ভারতনগরের একটি ক্যাফেতে হানা দেয় পুলিশ । পুলিশ সূত্রে জানা গেছে ওই ক্যাফেতেই অপহরনের ছক কষা হয়েছিল । সেই ভিত্তিতে ক্যাফের কর্মী মুনমুন দাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ ।
জানা গেছে তপন দাস ও রতন পাল ২৪ নম্বর ওয়ার্ডের তৃনমূলের সক্রিয় কর্মী । তৃনমূল প্রার্থী প্রতুল চক্রবর্তীর সঙ্গে তপন দাসের বেশ সখ্যতা রয়েছে বলে ও জানা গেছে ।অপহৃত যুবকের বাবাব মানিক সিংহ , অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান ।