মালদা , ১৬ ফেব্রুয়ারী : জেলার বৃহত্তর ব্যবসায়ী সংগঠন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়াল । মালদা শহরের অতুলচন্দ্র মার্কেটের ওই ব্যবসায়ী মাজিদুর সরকার আগে থেকেই মুখোমুখি হয়ে তার এই আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন।
ওই ব্যবসায়ী জানিয়েছেন, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের নির্বাচনে তাকে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হচ্ছে। মনোনয়ন পত্রের ফর্ম তোলার পর থেকেই তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। নির্বাচনে তিনি যাতে না দাঁড়ান তার জন্য মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের পদস্থ কর্তাদের মারফত এবং ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে অনবরত হুমকি আসছিল। এই আশঙ্কার কথা তিনি জানিয়েছিলেন। তার প্রকাশ করা আশঙ্কায় শেষমেশ সত্যি হল বুধবার বিকেলে। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় রথবাড়ি এলাকায় মার্চেন্ট চেম্বার অব কমার্স অফিসের সামনেই জয়ন্ত কুন্ডু এবং উত্তম বসাকের উপস্থিতিতে মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা হয় এবং তাকে মারতে মারতে বাইকে করে পুরাতন মালদার একটি নির্জন এলাকায় তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের জয়ন্ত কুন্ডু, উত্তম বসাক সহ পদকর্তারা তাকে বলে নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে। সংগঠনের একটি ভালো পদ দেওয়া হবে তাকে। কিন্তু যদি তিনি তাদের কথায় কর্ণপাত না করে তাহলে তার দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং তাকে প্রাণনাশ করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
এই বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের বর্তমান সভাপতি দেবব্রত বসু কে ফোন করা হলে তিনি জানান, তিনি বাইরে আছেন। বিষয়টি তার জানা নেই। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন। অন্যদিকে এই বিষয়ে জয়ন্ত কুন্ডু এবং উত্তম বসাকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।