মালদা , ২৩ ফেব্রুয়ারী : বাজার চত্বর আলোকিত করতে বসান হয়েছিল উচ্চ বাতিস্তম্ভ । সেই বাতি স্তম্ভের এই দিন উন্মোচন করার কথা ছিল বিধায়কের । কিন্তু সেই বাতিস্তম্ভের ফলক উন্মোচনের আগেই ভেঙ্গে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে চাঁচল থানার বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের মালদার চাঁচল বিধানসভার কংগ্রেস বিধায়ক আসিফ মেহেবুবর।
যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ পুরোপুরি মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূলের অঞ্চল সম্পাদক মহ: আহাকামাল। নির্বাচনের আগেই মালদার চাঁচল তৃণমূল ও কংগ্রেসের রাজনৈতিক তরজা শুরু ।
চাঁচল ১ নং ব্লকের মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের মতিহার পুর বাজার চত্বর আলোকিত করার জন্য এলাকার কংগ্রেস বিধায়ক আসিফ মেহেবুব এর উদ্যোগে বাজার চত্বরে একটি উচ্চ বাতিস্তম্ভ নির্মাণ করা হয় । সেই ফলকে নাম রয়েছে এলাকার বিধায়ক আসিফ মেহেবুবের । এদিন বিধায়কের হাত দিয়ে ওই বাতিস্তম্ভের উদ্বোধন করার কথা ছিল কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই বাতিস্তম্ভের ফলক ভেঙে দেয় বলে অভিযোগ।