মালদা , ২০ এপ্রিল : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সীমান্তবর্তী এলাকা গুলি নিয়ে আরো বেশি সজাগ প্রশাসনিক কর্তারা ।মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বারবার এ কথা উল্লেখ করেছেন অনেক সময় সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে অনুপ্রবেশ হচ্ছে আর যার জেরে সংক্রমণের আশঙ্কা থাকছে । তাই এই মুহূর্তে মালদা জেলার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বিশেষ হেলিকপ্টারে মালদা বিমানবন্দরে এসে নামেন রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র সিং । তিনি এদিন মালদার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন পুরনো সার্কিট হাউসে । পাশাপাশি জেলার দ্বিতীয় বৃহত্তম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহদীপুর এলাকাও পরিদর্শনে যান । সীমান্তে প্রহরারত ২৪ নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ পরিস্থিতি নিয়ে রুদ্ধশ্বাস বৈঠক করেন ।