শিলিগুড়ি , ১ মার্চ : পাহাড়ের রানী দার্জিলিং আর দার্জিলিং এর কথা বললেই মনে পড়ে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় চলা টয় ট্রেন । পাহাড় প্রেমী প্রত্যেকটি পর্যটকের কাছেই টয় ট্রেন যাত্রা খুব পছন্দের । তবে করোনাকালীন বন্ধ ছিল পর্যটন স্থান গুলো , ফলে প্রায় বেশ কয়েকদিন যাত্রী শূন্য ছিল টয় ট্রেন ।
ডি আর এম জানান , বিগত বছরের সেপ্টেম্বর মাস থেকে প্রচুর পর্যটক এসেছে টয় ট্রেনের আনন্দ উপভোগ করতে । অনেক যাত্রীর অনুরোধ ছিল শীতকালে ঠান্ডার আমেজে টয় ট্রেন যাত্রা আনন্দের হলেও গ্রীষ্মকালে কর্শিয়াং পর্যন্ত যাত্রায় অনেকটাই গরম থাকে । তাই যাত্রীদের অনুরোধকে মাথায় রেখে ১ মার্চ গ্রীষ্মের শুরুর থেকেই চালু করা হল এয়ারকন্ডিশন টয়ট্রেন বগি । এছাড়া যাত্রীদের কথা ভেবে টিকিটের দামও কমানো হয়েছে । মঙ্গলবার নিউ জলপাইগুড়ি স্টেশনে টয় ট্রেন যাত্রীদের নিয়ে কেক কেটে এই এয়ারকন্ডিশন টয় ট্রেনের উদ্বোধন করেন ডিআরএম । পাশাপাশি টয় ট্রেনকে সাজিয়ে তোলা হয় বেলুন দিয়ে । যাত্রীদের মুখ মিষ্টি করানো হয় ।