শিলিগুড়ি , ২৩ অগাস্ট : ১৪০ বছরে পা দিল শিলিগুড়ির ঐতিহ্যবাহী টয় ট্রেন । ১৮৮০ সালে আজকের দিনে প্রথম শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করেছিল টয় ট্রেন ।
এন এফ রেলওয়ে , সি.পি.আর.ও গুন্নীত কর জানিয়েছেন ১৪০ বছরে পা দিয়েছে ঐতিহ্যবাহী টয় ট্রেন । তবে কোভিডের কথা মাথায় রেখে তেমন কোন বড় সেলিব্রেশন করা হচ্ছে না । লোকাল ডিভিশনালে কোনও ছোট সেলিব্রেশন হলে ও হতে পারে ।
তবে পর্যটকদের জন্য রয়েছে সুখবর এতদিন ধরে কোভিডের কারণে বন্ধ থাকা টয়ট্রেন , আবার যাত্রা শুরু করছে আগামী ২৫ অগাস্ট থেকে । বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে প্রথমত নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাত্রা শুরু করবে টয় ট্রেন । পরবর্তীতে পর্যটকদের চাহিদামত পরিকল্পনা করা হবে।