শিলিগুড়ি , ৫ মার্চ : সিকিম সরকারের পক্ষ থেকে বিদেশী পর্যটকদের সিকিমে ঘুরতে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি হল। প্রতিবেশী রাষ্ট্র ভুটান এর জন্যও জারি হয়েছে এই নির্দেশ। যেভাবে বিশ্ব জুড়ে করোনা ভাইরাস এ আক্রান্ত এর সংখ্যা বাড়ছে সেক্ষেত্রে সাবধানতার জন্য এই নির্দেশ বলে সিকিম সরকারের পক্ষে জানান হয়েছে। এমনকি নাথুলা যাওয়ার অনুমতিও বন্ধ করে দেওয়া হচ্ছে আজ থেকে।