শিলিগুড়ি , ১২ ডিসেম্বর : অবশেষে দার্জিলিংয়ের ভূমিপুত্র সৎপাল রায়ের মরদেহ নিজ ভূমিতে এসে পৌঁছাল । রবিবার বিশেষ বিমানে সৎপাল রাইয়ের মরদেহ পৌঁছায় বাগডোগরা এয়ারপোর্টে । বাগডোগরা এয়ারপোর্টের আর্মি এয়ারফোর্সে অবতরন করার পর সেখানে বায়ুসেনা ও আর্মির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানোর পর শিলিগুড়ির ব্যাঙডুবি সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয় কফিনবন্দি দেহ। সৎপাল রাইয়ের স্ত্রী ও পরিবারের সদস্যরা এসে পৌঁছায় পাহাড় থেকে। তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত এর সঙ্গে প্রাণ হারিয়েছিলেন তার দেহরক্ষী ও দার্জিলিঙের জওয়ান সৎপল রাই ।
উপস্থিত ছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা । রাজ্য সরকারের তরফে ছিলেন শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান গৌতম দেব । সেখানে পূর্ণ সামরিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয় । সেনাছাউনি থেকে সৎপল রাইয়ের দেহ নিয়ে যাওয়া হবে দার্জিলিঙের তাকদায় তার গ্রামের বাড়িতে । উপস্থিত ছিলেন সৎপল রাইয়ের পরিবারও ।