শিলিগুড়ি , ২৯ অগাস্ট : হাঁটুন এবং সুস্থ থাকুন এই স্লোগানকে সামনে রেখে অসমের গৌহাটি থেকে লাদাখের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অঞ্জলি দাস । ৪০ বছরের এই মহিলা ক্রীড়াবিদ । তার ছেলের কথায় বেরিয়ে পড়েছেন প্রায় ২৮০০ কিলোমিটার । পথ অতিক্রম করে মানুষের মধ্যে ফিট ইন্ডিয়ার বার্তা পৌঁছে দিতে ।
তিনি জানিয়েছেন , বয়সের মাপকাঠির ঊর্ধ্বে উঠে সবাইকে নিজের জন্য ও দেশের জন্য সুস্থ থাকতে হবে । অনেকেই ব্যায়াম করতে পারেন না । কিন্তু সবাই হাটতে পারেন । আর এই পায়ে হাঁটাই মানুষকে ফিট এবং সুস্থ রাখতে পারে । অঞ্জলি দাসের ইচ্ছে ভারতের সকল মানুষ ফিট থাকবে । তাই ফিট ইন্ডিয়া গড়ার লক্ষ্যে পায়ে হেঁটেই লাদাখ পৌঁছানোর লক্ষ্যে ১২ দিন আগে অসমের গৌহাটি থেকে রওনা হয়ে শনিবার ইসলামপুরে পৌঁছলেন ৪০ বছরের মহিলা ক্রীড়াবিদ অঞ্জলি দাস ।
রবিবার আবার লাদাখ এর উদ্দেশ্যে ইসলামপুর থেকে রওনা দেন । তার সঙ্গে রয়েছেন তার ২১ বছরে ছেলে ও ভাইপো । স্বামীকে হারানোর পর ছেলেই তার একমাত্র ভরসা । তাই ছেলের ইচ্ছে পূরণ করতে পায়ে হেঁটেই বেরিয়ে পড়েছেন লাদাখের উদ্দেশ্যে।