- কলকাতায় ভোটের চার দিন আগে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
- এডিজি সিআইডি রাজীব কুমারকেও বদলি করে কাল বৃহস্পতিবার সকাল ১০টায় দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকে হাজিরার নির্দেশ কমিশন
- শেষ দফার ভোট প্রচারের সময়সীমাও কমিয়ে দিল কমিশন
- বৃহস্পতিবার রাত ১০টার পরে প্রচার নয়
- আগে প্রচারের সময় ছিল শুক্রবার অবধি
খবর সময়, কলকাতা: ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে পদ থেকে অপসারিত করল নির্বাচন কমিশন| বুধবার সন্ধ্যায় দিল্লি থেকে নির্চান কমিশনের ওই নির্দেশিকা জারি হয়েছে| কমিশন সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে চিঠি দিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব| সরকারি সূত্র বলছে, তাতে নির্বাচনী কাজে হস্তক্ষেপ বলে মনে করছে কমিশন| সে জন্যই তাঁকে সরিয়ে মুখ্য সচিবকে সেই দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন কমিশন| নির্দেশিকা জারির পরে রাতের মধ্যে তাঁকে মুখ্য সচিবের হাতে দায়িত্ব বুঝিয়ে সরতে বলেছে কমিশন|

দ্বিতীয়ত, কমিশন এডিজি সিআইডি পদ থেকে রাজীব কুমারকে বদলি করে দিল্লিতে যাওয়ার নির্দেশ দিয়েছে| ওই নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে রাজীব কুমারকে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন| প্রসঙ্গত, সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ মামলা সিআইডির হাতে দিয়েছে রাজ্য| উপরন্তু, রাজীব কুমারের বিরুদ্ধে সারদা মামলার তথ্য গোপনের অভিযোগ এনেছে সিবিআই| সেই মামলার তদন্ত চলছে| রাজীব কুমারকে গ্রেফতারের আর্জিও জানিয়েছে সিবিআই| সেই আর্জি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন| উল্লেখ্য, রাজীব কুমারকে কমিশনই কলকাতা পুলিশের কমিসনারের পদ থেকে সরিয়ে দিয়েছিল| একই ভোটের সময়ে একজন শীর্ষ আইপিএসকে দুবার বদলির ঘটনা অতীতে কবে ঘটেছে তা অনেকেই মনে করতে পারছেন না|
কমিশন জানিয়েছে, অবাধ-মুক্ত নির্বাচনের জন্য ও হিংসা রুখতেই বৃহস্পতিবার রাত ১০টার পরে প্রচার করা যাবে না| মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের সময়সীমা কমিয়ে দেওয়ায় ক্ষুব্ধ| সিপিএমের তরফে সুজন চক্রবর্তী ভোটের প্রচারের সময় কমিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন|