আলিপুরদুয়ার , ১৬ মার্চ : ভুটানে করোনায় আক্রান্ত মার্কিন নাগরিকের সহযাত্রী হিসেবে গুয়াহাটি থেকে পারো পর্যন্ত সফর করার দরুন রাজ্যের আলিপুরদুয়ার জেলার এক ব্যক্তিকে ৫মার্চ ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে ভর্তি করে জেলা স্বাস্থ্য দপ্তর। পরবর্তীতে ৭মার্চ ওই ব্যক্তির সাথে ভুটানের থিম্পুতে হোটেলে রাত কাটানো আরও এক ব্যক্তি স্বেচ্ছায় করোনা কেয়ার ইউনিটে ভর্তি হন। আজ সোমবার টানা চোদ্দো দিন স্বাস্থ্য দপ্তরের পর্যবেক্ষণে থাকার পর ওই দুই ব্যক্তিকে সম্পূর্ণ সুস্থ বলে ঘোষনা করেছেন চিকিৎসকরা। ফলে আজ তাদের বাড়িতে ফেরার ছাড়পত্র দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। নিজেদের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ওই দুই ব্যক্তি স্পষ্ট জানিয়েছেন যে সরকারী স্বাস্থ্য পরিষেবায় প্রচন্ড সন্তুষ্ট তারা । পরিবার ও সমাজে ফিরে গিয়ে তারা করোনা আতঙ্ক থেকে মুক্ত থাকার জন্য সরকারী হাসপাতালের পরিষেবার কথাই প্রচার করবেন।