কালিয়াগঞ্জ , ২১ এপ্রিল : করোনা মোকাবিলায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত রাধিকাপুরে বিএস এফের কর্তাদের নিয়ে বৈঠক করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র এবং সুরজিৎ করপুরকায়স্থ। মঙ্গলবার তিনি রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমারকে সঙ্গে নিয়ে তারা রাধিকাপুর সীমান্তে যান। সেখানে ১৮০ নম্বর বিএস এফ কমান্ড্যান্ট অঙ্কুর দহিয়ার সঙ্গে বৈঠক করেন।
পুলিশের মহানির্দেশক জানিয়েছেন, বাংলাদেশ থেকে চোরাপথে কোন নাগরিক ভারতে প্রবেশ করতে না পারে সেব্যাপারে বি এস এফ সতর্ক থাকার জন্য বলা হয়েছে।কাটা তারের বেড়ার ওপারে যে সমস্ত খেতি জমি আছে সেই ফসল কাটার জন্য পুলিশ সুপার এবং জেলা শাসকরা সিদ্ধান্ত নেবেন। তবে অন্য সময়ের চাইতে এই সময়টা অন্য রকম। তাই আগে যেভাবে সীমান্ত পেরিয়ে ভারতীয় নাগরিকরা কাটা তারের বেড়ার ওপারে যেতে পারতেন সেই যাবার ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি করা হবে।ডি জি জেলা বাসির উদ্দেশ্যে বলেন,দেশে লকডাউন পিরিয়ড চলছে।এই সময়ে মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে।মানুষের কোন সমস্যা হলে পুলিশ এবং সাধারন প্রশাসন তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সরকার সব সময় মানুষের পাশে থাকবে বলে মহানির্দেশক বীরেন্দ্র আশ্বস্ত করেছেন।